hostseba.com

Wednesday, September 13, 2023

সৌদি আরব পাকিস্তানের ৭৭তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে!

বাণিজ্য, প্রতিরক্ষা, সামরিক এবং অন্যান্য খাতে পাকিস্তানের সাথে  সৌদি  আরবের গভীর সম্পর্ক রয়েছে।

saudi arabia wishes to pakistam

সৌদি আরব দুই মিলিয়নেরও বেশি পাকিস্তানি প্রবাসীর আবাসস্থল, যা রেমিটেন্সের সবচেয়ে বড় অবদানকার।

ইসলামাবাদে সৌদি আরবের দূতাবাস সোমবার পাকিস্তানকে তার ৭৭তম স্বাধীনতা দিবসে দক্ষিণ এশিয়ার দেশটির অব্যাহত অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়েছে।

বাণিজ্য, প্রতিরক্ষা, সামরিক এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের   সৌদি   আরবের  সাথে গভীর সম্পর্ক রয়েছে। সৌদি আরব দুই মিলিয়নেরও বেশি পাকিস্তানি প্রবাসীর আবাসস্থল, এটি রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে বড় অবদানকারী।

 يسر سفارة المملكة في #اسلام_آباد أن تهنئ حكومة وشعب #باكستان الشقيق بذكرى يوم الإستقلال لجمهورية باكستان الإسلامية مع خالص التمنيات بدوام التقدم والازدهار.
🇵🇰🤝🇸🇦#IndependenceDay pic.twitter.com/hbZ55Lki1z

কেএসএ দূতাবাস টুইটারে বলেছে, "#اسلام_آباد-এ কিংডমের দূতাবাস ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের স্বাধীনতা দিবসে #باكستان এর ভ্রাতৃপ্রতিম সরকার এবং জনগণকে অব্যাহত অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত।"

মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশগুলিও রবিবার পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছে যখন জাতি তার ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত।

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটেন উপমহাদেশকে দুটি পৃথক জাতি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান এবং হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতে বিভক্ত করার পর পাকিস্তান ব্রিটিশ ঔপনিবেশিক ভারত থেকে স্বাধীনতা অর্জন করে।

 হজ উমরাহ সৌদি আরবের আরও খবর

Friday, May 20, 2022

হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল ২২ মে ২০২২ পর্যন্ত

২০২২ সালের হজযাত্রী নিবন্ধনের শেষ তারিখ ২২ মে ২০২২ঃ

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার নিবন্ধন কার্যক্রম আগামী ২২ মে ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হজ সংক্রান্ত বিভিন্ন শর্ত ও তথ্যাবলী নিয়ে উপস্থাপন করা হয়েছে এই ব্লগ।  থ্য সূত্রঃ Ministry of Religious Affairs, Bangladesh.

last time of hazz registration


টাকা জমার শেষ তারিখঃ

২১ মে ২০২২ তারিখ পর্যন্ত  হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে এবং হজ নিবন্ধনের অর্থ গ্রহণ করবে।

২০২০ এ নিবন্ধিত কারা হজ ২০২২ এর নিবন্ধন আওতায় আসবেনঃ

সরকারি ব্যবস্থাপনায় ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সকল হজযাত্রী ও প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এ বছর, ২০২২ এ হজের নিবন্ধনের আওতায় আসবেন।

এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের সব নিবন্ধিত ব্যক্তি এবার অর্থাৎ ২০২২ তে নিবন্ধনের আওতায় আসবেন।

হজযাত্রীদের আবশ্যিক বিষয়ঃ

হজযাত্রী নিবন্ধনের জন্য অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে হজের দিন হতে পরবর্তী ৬ মাস অর্থাৎ ০৪/০১/২০২৩ তারিক পর্যন্ত। ওই পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। দাখিলকৃত পাসপোর্টের সঠিক কিনা তা অনলাইনে যাচাই বাছাই করা হবে।

টাকা জমা ও নিবন্ধনের পর কেউ হজে যেতে না পারলে তিনি কি টাকা কি ফেরত পাবেনঃ

নিবন্ধনের পর কোনো হজযাত্রী হজে যেতে না পারলে শুধু বিমান ভাড়া ও খাবার বাবদ নেওয়া টাকা ফেরত পাবেন। কিন্তু বিমানের টিকিট কনফার্ম হওয়ার পর হজযাত্রা বাতিল হলে বিমান টিকিটের টাকাও ফেরত পাওয়া যাবে না, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

২০২২ সালের হজ কবে হবেঃ

২০২২ সালের হজ চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই ২০২২ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হতে ২০২২ সালে কতজন হজ যাত্রী জজে যেতে পারবেনঃ

২০২২ সালে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় হাজীঃ ৪০০০ (চার হাজার) জন, এবং

বেসরকারি ব্যবস্থাপনায় হাজীঃ ৫৩,৫৮৫ (৫৩ হাজার ৫৮৫) জন হজে যেতে পারবেন।

২০২২ সালে হজে যেতে কত টাকা লাগবেঃ

সরকারিভাবে হজ প্যাকেজ এর খরচঃ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা,

সরকারিভাবে হজ প্যাকেজ এর খরচঃ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচঃ ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

মূল লেখা আমাদের ব্লগে প্রকাশিতঃ হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল 

তথ্য সূত্রঃ mora.gov.bd (Ministry of Religious Affairs, Bangladesh)

Tuesday, June 18, 2019

চট্টগ্রাম চিড়িয়াখানায় একদিন !!


চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত । এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বদিকে, জিইসি মোড় থেকে বাম দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে প্রায় ছয় একর ভূমির উপর অবস্থিত।


 বর্তমানে  চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সর্বমোট ২৮০টি প্রাণী রয়েছে; যার মধ্যে ৩৮ প্রজাতির পাখি, ৩০ প্রজাতির স্তন্যপায়ী এবং ৪ প্রজাতির সরীসৃপ।

২০০০ সালের হিসাব অনুযায়ী এখানকার প্রাণীর সংখ্যা ছিল প্রায় ২৫০টি, তবে গত ৭ বছরে মাত্র ৩০ 
টি নতুন প্রাণী যোগ হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বানর, প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান, সাদা বাঘ, সিংহ, কুমির,অজগর প্রভৃতি।

টিকিটের মূল্য - ৫০ টাকা।

হোষ্টিং সার্ভিস আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল ব্যবহার করুন তার পর কিনুন। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই ৫০% ছাড়

হোষ্টসেবা দিচ্ছে কেনার আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল হোষ্টিং ব্যবহার করার সুযোগ। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই পাচ্ছেন...