hostseba.com

Tuesday, June 18, 2019

চট্টগ্রাম চিড়িয়াখানায় একদিন !!


চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত । এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বদিকে, জিইসি মোড় থেকে বাম দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে প্রায় ছয় একর ভূমির উপর অবস্থিত।


 বর্তমানে  চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সর্বমোট ২৮০টি প্রাণী রয়েছে; যার মধ্যে ৩৮ প্রজাতির পাখি, ৩০ প্রজাতির স্তন্যপায়ী এবং ৪ প্রজাতির সরীসৃপ।

২০০০ সালের হিসাব অনুযায়ী এখানকার প্রাণীর সংখ্যা ছিল প্রায় ২৫০টি, তবে গত ৭ বছরে মাত্র ৩০ 
টি নতুন প্রাণী যোগ হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বানর, প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান, সাদা বাঘ, সিংহ, কুমির,অজগর প্রভৃতি।

টিকিটের মূল্য - ৫০ টাকা।
               


 জেব্রা

 জেব্রা

 চিড়িয়াখানায় নতুন আকর্ষনঃ ভাল্লুক

  চিড়িয়াখানায় নতুন আকর্ষনঃ ভাল্লুক

 কুমিরের সামনে আমরা

উট-পাখি

 উট-পাখি

 হরিণ দল







 সাদা বাঘ

বাঘ

 গয়াল








 আমরা সবাই!












No comments:

Post a Comment

হোষ্টিং সার্ভিস আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল ব্যবহার করুন তার পর কিনুন। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই ৫০% ছাড়

হোষ্টসেবা দিচ্ছে কেনার আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল হোষ্টিং ব্যবহার করার সুযোগ। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই পাচ্ছেন...