Our Journey to Cafe24, Bhatiary, Chittagong, Bangladesh:
ক্যাফে ২৪ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি পার্ক ৷ ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিঃমিঃ দুরে অবস্থিত ৷
Cafe 24 (ক্যাফে ২৪) এ টিকেট কেটে প্রবেশ করতে হয় ৷
লেকে মাছ ধরার ব্যাবস্থা রয়েছে ৷ কিছুক্ষন বাঙালী ঘর এর মধ্যে মজা করতে পারবেন,পাশেই চাকমা, মুরং, ত্রিপুরাদের তৈরী বিশেষ ডিজাইনের ঘর আছে ৷ লেক এর সাথেই একপাশে পাহাড় আর অন্য পাশে ভাটিয়ারী গল্ফ ক্লাব ৷
লেক এর পাড়ে সুন্দর সময় কাটাতে পারেন ঘুরতে পারেন সানসেট পয়েন্ট এ ৷
সানসেট পয়েন্টও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যা BMA -র পাশেই অবস্থিত ৷ সানসেট পয়েন্ট (Sunset Point) সময় কাটানোর আদর্শ জায়গা ৷
ভাটিয়ারী ঘুরার জন্যে কোনো বাস নেই, তবে পায়ে হেঁটে প্রকৃতি উপেভোগ করার মজাই আলাদা ৷
সিএনজি তে করে ঘুরতে পারবেন সর্ম্পূন এলাকা ৷ সব ঘুরে আসতে ৩০০-৪০০ টাকা লাগবে।
ক্যাফে ২৪ এর টিকেট ৫০ টাকা করে ৷
ক্যাফে ২৪ মেইন গেইট
নান্দনিক পরিবেশে রেষ্টুরেন্ট
ক্যাফে ২৪ এর ভিতরের লেক
সবুজ প্রকৃতির আরেকটি অংশ |
সবুজে ঘেরা টলটলে পানির লেক
লেকের আছে রাইড |
সবুজে ঘেরা গেট ও রাস্তা |
Waterfall of Cafe24 |
Photo Session Beside the Lake |
Photo Session Beside the Lake |
Tank: Just for Exhibition |
Army Gun for Exhibition |
Ride Item |
No Caption but Fun |
সবুজে ঘেরা রাস্তা |
নয়নাভিরাম সবুজ বনানী : ক্যাফে ২৪ |
Green Natural Beauty : Cafe24, Bhatiary |
Youtube
Facebook.com/Travell2Life
Instagram.com/travell2life
Twitter.com/Travell2Life
No comments:
Post a Comment