hostseba.com

Friday, May 20, 2022

হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল ২২ মে ২০২২ পর্যন্ত

২০২২ সালের হজযাত্রী নিবন্ধনের শেষ তারিখ ২২ মে ২০২২ঃ

সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার নিবন্ধন কার্যক্রম আগামী ২২ মে ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। হজ সংক্রান্ত বিভিন্ন শর্ত ও তথ্যাবলী নিয়ে উপস্থাপন করা হয়েছে এই ব্লগ।  থ্য সূত্রঃ Ministry of Religious Affairs, Bangladesh.

last time of hazz registration


টাকা জমার শেষ তারিখঃ

২১ মে ২০২২ তারিখ পর্যন্ত  হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে এবং হজ নিবন্ধনের অর্থ গ্রহণ করবে।

২০২০ এ নিবন্ধিত কারা হজ ২০২২ এর নিবন্ধন আওতায় আসবেনঃ

সরকারি ব্যবস্থাপনায় ক্ষেত্রে ২০২০ সালের নিবন্ধিত সকল হজযাত্রী ও প্রাক-নিবন্ধনের সর্বশেষ ক্রমিক নম্বর ২৫ হাজার ৯২৪ পর্যন্ত এ বছর, ২০২২ এ হজের নিবন্ধনের আওতায় আসবেন।

এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের সব নিবন্ধিত ব্যক্তি এবার অর্থাৎ ২০২২ তে নিবন্ধনের আওতায় আসবেন।

হজযাত্রীদের আবশ্যিক বিষয়ঃ

হজযাত্রী নিবন্ধনের জন্য অবশ্যই পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে হজের দিন হতে পরবর্তী ৬ মাস অর্থাৎ ০৪/০১/২০২৩ তারিক পর্যন্ত। ওই পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে। দাখিলকৃত পাসপোর্টের সঠিক কিনা তা অনলাইনে যাচাই বাছাই করা হবে।

টাকা জমা ও নিবন্ধনের পর কেউ হজে যেতে না পারলে তিনি কি টাকা কি ফেরত পাবেনঃ

নিবন্ধনের পর কোনো হজযাত্রী হজে যেতে না পারলে শুধু বিমান ভাড়া ও খাবার বাবদ নেওয়া টাকা ফেরত পাবেন। কিন্তু বিমানের টিকিট কনফার্ম হওয়ার পর হজযাত্রা বাতিল হলে বিমান টিকিটের টাকাও ফেরত পাওয়া যাবে না, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

২০২২ সালের হজ কবে হবেঃ

২০২২ সালের হজ চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই ২০২২ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হতে ২০২২ সালে কতজন হজ যাত্রী জজে যেতে পারবেনঃ

২০২২ সালে বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। সরকারি ব্যবস্থাপনায় হাজীঃ ৪০০০ (চার হাজার) জন, এবং

বেসরকারি ব্যবস্থাপনায় হাজীঃ ৫৩,৫৮৫ (৫৩ হাজার ৫৮৫) জন হজে যেতে পারবেন।

২০২২ সালে হজে যেতে কত টাকা লাগবেঃ

সরকারিভাবে হজ প্যাকেজ এর খরচঃ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা,

সরকারিভাবে হজ প্যাকেজ এর খরচঃ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচঃ ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

মূল লেখা আমাদের ব্লগে প্রকাশিতঃ হজযাত্রী নিবন্ধনের সময় আরও বাড়ল 

তথ্য সূত্রঃ mora.gov.bd (Ministry of Religious Affairs, Bangladesh)

Tuesday, June 18, 2019

চট্টগ্রাম চিড়িয়াখানায় একদিন !!


চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত । এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বদিকে, জিইসি মোড় থেকে বাম দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে প্রায় ছয় একর ভূমির উপর অবস্থিত।


 বর্তমানে  চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সর্বমোট ২৮০টি প্রাণী রয়েছে; যার মধ্যে ৩৮ প্রজাতির পাখি, ৩০ প্রজাতির স্তন্যপায়ী এবং ৪ প্রজাতির সরীসৃপ।

২০০০ সালের হিসাব অনুযায়ী এখানকার প্রাণীর সংখ্যা ছিল প্রায় ২৫০টি, তবে গত ৭ বছরে মাত্র ৩০ 
টি নতুন প্রাণী যোগ হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বানর, প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান, সাদা বাঘ, সিংহ, কুমির,অজগর প্রভৃতি।

টিকিটের মূল্য - ৫০ টাকা।

Monday, June 17, 2019

ভাটিয়ারি ও ক্যাফে ২৪ ভ্রমন

ভাটিয়ারির ক্যাফে ২৪ ভ্রমন বৃত্তান্ত


Our Journey to Cafe24, Bhatiary, Chittagong, Bangladesh:

vatiary lake chittagong

ক্যাফে ২৪ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি পার্ক ৷ ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিঃমিঃ দুরে অবস্থিত ৷

Cafe 24 (ক্যাফে ২৪) এ টিকেট কেটে প্রবেশ করতে হয় ৷

লেকে মাছ ধরার ব্যাবস্থা রয়েছে ৷ কিছুক্ষন বাঙালী ঘর এর মধ্যে মজা করতে পারবেন,পাশেই চাকমা, মুরং, ত্রিপুরাদের তৈরী বিশেষ ডিজাইনের ঘর আছে ৷ লেক এর সাথেই একপাশে পাহাড় আর অন্য পাশে ভাটিয়ারী গল্ফ ক্লাব ৷

লেক এর পাড়ে সুন্দর সময় কাটাতে পারেন ঘুরতে পারেন সানসেট পয়েন্ট এ ৷

সানসেট পয়েন্টও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যা BMA -র পাশেই অবস্থিত ৷ সানসেট পয়েন্ট (Sunset Point) সময় কাটানোর আদর্শ জায়গা ৷

ভাটিয়ারী ঘুরার জন্যে কোনো বাস নেই, তবে পায়ে হেঁটে প্রকৃতি উপেভোগ করার মজাই আলাদা ৷

সিএনজি তে করে ঘুরতে পারবেন সর্ম্পূন এলাকা ৷ সব ঘুরে আসতে ৩০০-৪০০ টাকা লাগবে।
ক্যাফে ২৪ এর টিকেট ৫০ টাকা করে ৷

Sunday, June 16, 2019

মহামায়া লেক ভ্রমণ ও কায়াকিং



ছবিতে মহামায়া ভ্রমন কায়কিং ও ফটোগ্রাফি

mohamaya lake tour guide
Mind Blowing Natural Beauty of Mohamaya Lake, Mirsharai, Chattogram
ট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চট্টগ্রামের মীরসরাই উপজেলার নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দেড়/দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে মহামায়া লেক এর  অবস্থান।


মহামায়া লেক ভ্রমণের আরো বিস্তারিত ভিডিও:




কায়াকিং বাংলাদেশে  শুরু হওয়া এক নতুন এডভেঞ্চারের নাম এ দেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক কাপ্তাই সর্বপ্রথম কায়াকিং শুরু হয়। কয় বন্ধু আমরা সেই নৈসর্গিক প্রকৃতি উপভোগ করছি সারাদিন। আসুন উপভোগ করি মহামায়ার মহা আয়োজন।

হোষ্টিং সার্ভিস আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল ব্যবহার করুন তার পর কিনুন। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই ৫০% ছাড়

হোষ্টসেবা দিচ্ছে কেনার আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল হোষ্টিং ব্যবহার করার সুযোগ। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই পাচ্ছেন...