hostseba.com

Tuesday, June 18, 2019

চট্টগ্রাম চিড়িয়াখানায় একদিন !!


চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত । এটি শহর থেকে প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্বদিকে, জিইসি মোড় থেকে বাম দিকে পাহাড়তলী ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীত পাহাড়ের পাদদেশে প্রায় ছয় একর ভূমির উপর অবস্থিত।


 বর্তমানে  চট্টগ্রাম চিড়িয়াখানায় ৭২ প্রজাতির সর্বমোট ২৮০টি প্রাণী রয়েছে; যার মধ্যে ৩৮ প্রজাতির পাখি, ৩০ প্রজাতির স্তন্যপায়ী এবং ৪ প্রজাতির সরীসৃপ।

২০০০ সালের হিসাব অনুযায়ী এখানকার প্রাণীর সংখ্যা ছিল প্রায় ২৫০টি, তবে গত ৭ বছরে মাত্র ৩০ 
টি নতুন প্রাণী যোগ হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বানর, প্যারা হরিণ, ধনেশ, তিতির, মুখপোড়া হনুমান, সাদা বাঘ, সিংহ, কুমির,অজগর প্রভৃতি।

টিকিটের মূল্য - ৫০ টাকা।

Monday, June 17, 2019

ভাটিয়ারি ও ক্যাফে ২৪ ভ্রমন

ভাটিয়ারির ক্যাফে ২৪ ভ্রমন বৃত্তান্ত


Our Journey to Cafe24, Bhatiary, Chittagong, Bangladesh:

vatiary lake chittagong

ক্যাফে ২৪ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি পার্ক ৷ ভাটিয়ারী থেকে হাটহাজারী সংযোগ সড়কে ৭ কিঃমিঃ দুরে অবস্থিত ৷

Cafe 24 (ক্যাফে ২৪) এ টিকেট কেটে প্রবেশ করতে হয় ৷

লেকে মাছ ধরার ব্যাবস্থা রয়েছে ৷ কিছুক্ষন বাঙালী ঘর এর মধ্যে মজা করতে পারবেন,পাশেই চাকমা, মুরং, ত্রিপুরাদের তৈরী বিশেষ ডিজাইনের ঘর আছে ৷ লেক এর সাথেই একপাশে পাহাড় আর অন্য পাশে ভাটিয়ারী গল্ফ ক্লাব ৷

লেক এর পাড়ে সুন্দর সময় কাটাতে পারেন ঘুরতে পারেন সানসেট পয়েন্ট এ ৷

সানসেট পয়েন্টও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যা BMA -র পাশেই অবস্থিত ৷ সানসেট পয়েন্ট (Sunset Point) সময় কাটানোর আদর্শ জায়গা ৷

ভাটিয়ারী ঘুরার জন্যে কোনো বাস নেই, তবে পায়ে হেঁটে প্রকৃতি উপেভোগ করার মজাই আলাদা ৷

সিএনজি তে করে ঘুরতে পারবেন সর্ম্পূন এলাকা ৷ সব ঘুরে আসতে ৩০০-৪০০ টাকা লাগবে।
ক্যাফে ২৪ এর টিকেট ৫০ টাকা করে ৷

Sunday, June 16, 2019

মহামায়া লেক ভ্রমণ ও কায়াকিং



ছবিতে মহামায়া ভ্রমন কায়কিং ও ফটোগ্রাফি

mohamaya lake tour guide
Mind Blowing Natural Beauty of Mohamaya Lake, Mirsharai, Chattogram
ট্টগ্রাম শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চট্টগ্রামের মীরসরাই উপজেলার নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দেড়/দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে মহামায়া লেক এর  অবস্থান।


মহামায়া লেক ভ্রমণের আরো বিস্তারিত ভিডিও:




কায়াকিং বাংলাদেশে  শুরু হওয়া এক নতুন এডভেঞ্চারের নাম এ দেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক কাপ্তাই সর্বপ্রথম কায়াকিং শুরু হয়। কয় বন্ধু আমরা সেই নৈসর্গিক প্রকৃতি উপভোগ করছি সারাদিন। আসুন উপভোগ করি মহামায়ার মহা আয়োজন।

হোষ্টিং সার্ভিস আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল ব্যবহার করুন তার পর কিনুন। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই ৫০% ছাড়

হোষ্টসেবা দিচ্ছে কেনার আগে ৩ দিনের ফ্রী ট্রায়েল হোষ্টিং ব্যবহার করার সুযোগ। ৩ দিনের ট্রায়েল শেসে ১ বছরের জন্য কিনলেই পাচ্ছেন...